وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ
তুমি কি জান সে অবশ্যম্ভাবী ঘটনাটি কি? ২
২
শ্রোতাদেরকে সজাগ ও সতর্ক করে দেয়ার জন্য পরপর দু’টি প্রশ্ন করা হয়েছে। যাতে করে তারা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এবং পূর্ণ মনোযোগ সহকারে পরবর্তী বক্তব্য শ্রবণ করে।